হাদিসের দৃষ্টিতে দোয়া
হাদিসের দৃষ্টিতে দোয়া
মহান আল্লাহ্ হযরত দাউদ (আ.) কে বলেনঃ
" ভূমি বাসীকে বলে দাওঃ কেন আমার সাথে বন্ধুত্ত কর না বন্ধুর উপযুক্ত আমি ? আমি আল্লাহ্ আছি যে আমি ক্রিপন নয়, আমি জ্ঞানী মূর্খ নয়, আমার ধৈর্যর সাথে দুর্বলতা নয়, আমার গুণাবলীর পরিবর্তন নাই, আমার কথার ( বানীর) পরিবর্তন নাই, আমার রহমত অনেক বেশি, মেহেরবান ও দয়া হতে ফেরব না, আদিকালে নিজের উপর রহমত লিখেছি, ভালবাসার প্রত্যাবর্তনে পুড়েছি, আমার বান্দার অন্তরকে জ্ঞানের আলো দ্বারা প্রজ্বলিত করেছি, আমি তাদের বন্ধু যারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু যারা রাতে একা আমার ইবাদত করে, আমি তাদের বন্ধু যে আমার সরণে অভ্যস্ত আছে।
দাউদ, যে কেউ আমাকে খুঁজবে, আমাকে পাবে, এবং যে আমাকে পাবে উপযুক্ত হচ্ছে আমাকে না হারায়।
দাউদ, নেয়ামত আমার হতে, অন্যর শোকর আদা করে ; বিপদ আপদ হতে আমি বাচায়, অন্যকে দেখে ; কিন্তু অবশেষে প্রত্যাবর্তন করবে!!মুহাজ্জাতুল বাইযা ৮/৫৮। "
এত সুন্দর পাঠ্যাংশ, ও অর্থসহ শুধুমাত্র মূল্যবান ইসলামী গ্রান্থে দেখা যায় এইরূপ পাঠ্যাংশ কুরআনের আয়াতের সাথে সম্পৃক্ত, মহান সুসংবাদ আল্লাহ্র পক্ষ হতে যে বান্দারা তার দয়া ও মেহেরবানে আশাবাদী হবে এবং তাদের হাজত সম্পন্য হওয়ার জন্যে আল্লাহ্র দরবারে হাত উঠাবে এবং যেনে নাও যে তোমাদের উদ্দেশ পোঁছানর জন্যে দোয়া আছে আর খুব কম দেখা যায় দোয়া ব্যতীত তোমাদের হাজত সম্পন হয়। সেই কারনে ইসলামী রেওয়ায়াতে বিশেষ করে আহলে বাইত পয়গাম্বার (সা.) হতে বর্ণিত রেওয়ায়াত দোয়ার জন্যে একটি বিশেষ গুরুত্ব রাখে।
হযরত মহানবী (সা.) হতে বর্ণিত হয়েছেঃ
( ان الدعاء هو العبادة)
অবশ্যই দোয়া হচ্ছে ইবাদাত। মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮২, ২য় অধ্যায় ; আদ দাওয়াত ১৯, ১ম অধ্যায়, হাদিস নং ১০।
আরও নবী করীম (সা.) বর্ণিত হয়েছেঃ
( الدعاء مخ العبادة )
দোয়া হচ্ছে ইবাদতের মস্তিষ্ক। মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮২, ২য় অধ্যায় ; বিহারুল আনওয়ারঃ ৯০/৩০০, ১৬ নং অধ্যায়।
ইমাম বাক্বের (আ.) হতে বর্ণিতঃ
( افضل العبادة الدعاء )
দোয়া হচ্ছে সর্ব উত্তম ইবাদত। মুহাজ্জাতুল বাইযাঃ ২/২৮৩, ২য় অধ্যায় ; ওয়াসায়েলুশ শিয়াঃ ৭/৩০, ৩য় অধ্যায়, হাদিস নং ৮৬২৫।
সূত্রঃ আনসারীয়ানের তথ্য কেন্দ্র
নতুন কমেন্ট যুক্ত করুন