আরবস্থান সৌদির কিছু সাইটে হজরত আলী (আ.) ও তার শিয়াদের ফযিলতে কিছু কথা
আরবস্থান সৌদির কিছু সাইটে হজরত আলী (আ.) ও তার শিয়াদের ফযিলতে কিছু কথা
হজরত মুহাম্মাদ (সা.) কে জিজ্ঞাসা করা হলো যে খায়রুল বারিয়া কাদেরকে বলা হয়? তিনি উত্তরে বলেন আলী (আ.) এবং তার শিয়াদেরকে।
আরবস্থান সৌদির ইন্টারনেট কয়েকটি সাইটে এমন কিছূ বিষয়াবলি রয়েছে যা দ্বারা প্রমাণিত হয়েছে যে, শিয়ারা হক্ব পথে রয়েছে বা শিয়াদের পথ হচ্ছে সত্য পথ।
উক্ত সাইটে উল্লেখ করা হয়েছে তাফসীরে তাবারী থেকে বিশেষ করে সূরা বাইয়েনাহ এর ৭নং আয়াতে যেখানে মহান আল্লাহ তায়ালা বলেছেনঃ إِنَّ الَّذِينَ ءَامَنُواْ وَ عَمِلُواْ الصَّالِحَاتِ أُوْلَئكَ هُمْ خَيرُْ الْبرَِيَّة
যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। (বাইয়েনাহ-৭)
يَقُول : مَنْ فَعَلَ ذَلِكَ مِنْ النَّاس فَهُمْ خَيْر الْبَرِيَّة . وَقَدْ : 29208 - حَدَّثَنَا اِبْن حُمَيْد , قَالَ : ثنا عِيسَى بْن فَرْقَد , عَنْ أَبِي الْجَارُود , عَنْ مُحَمَّد بْن عَلِيّ { أُولَئِكَ هُمْ خَيْر الْبَرِيَّة } فَقَالَ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ : " أَنْتَ يَا عَلِيّ وَشِيعَتك "
হজরত রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হলো খায়রুল বারিয়া দ্বারা কাদের কে উদ্দেশ্যে করা হয়েছে? জবাবে তিনি বলেনঃ আলী (আ.) ও তাঁর শিয়ারা।
যতদূর সম্ভব ওহাবীরা উক্ত খবরটি প্রচার হওয়ার পরপরেই বইটি এবং সাইট থেকে এই বাক্যটি বাদ দিবে এবং বিষয়টি তাদের সাইট এবং বই থেকে মুছে ফেলবে। কিন্তু তাদের জেনে রাখা উচিত যে সত্য কখনও চাপা থাকে না।
নতুন কমেন্ট যুক্ত করুন