নখ দেখে রোগ চেনা

নখ দেখে রোগ চেনা
আমরা সারাদিনে যতবার হাত দেখি, ততবার কি আমাদের নখগুলো পর্যবেক্ষণ করি? নখের অবস্থা দেখে আমাদের স্বাস্থ্য সমস্যা নির্ণয় করা যায়।
১. ভঙ্গুর নখ
কারণ : হাতে গরম পানির অত্যাধিক ব্যবহার, স্বাস্থ্যহীনতা, রক্ত সঞ্চালনের গতি ব্যাহত হওয়া, ভিটামিন এ, সি, বি৬, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রন ও থাইরয়েড হরমনের ঘাটতি।
২. ক্লাবিং বা নখের অগ্রভাগ ফুলে যাওয়া
কারণ : ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ, হার্টের জন্মগত রোগ বা জন্মগত ত্র“টি, বংশগত কারণে হতে পারে।
৩. নখে ছোট ছোট গর্ত হওয়া
কারণ : চর্মরোগ (একজিমা, সোরিয়াসিস) বা আঘাতপ্রাপ্ত হলে।
৪. খাঁজ খাঁজ দাগ
কারণ : বার্ধক্যজনিত কারণ, আঘাতপ্রাপ্তি, কিডনির সমস্যা, রিউমাটয়েড আর্থ্রাইটিস।
৫. আঙুল থেকে নখ আলগা হয়ে যাওয়া
কারণ : অ্যালার্জিজনিত কারণ, ফাঙ্গাস সংক্রমণ, আয়রন ঘাটতিজনিত রক্তস্বল্পতা, প্রবসকালীন অবস্থা, চর্মরোগ (সোরিয়াসিস), আঘাতপ্রাপ্ত।
৬. নখের অগ্রভাগ চিড়ে যাওয়া
কারণ : মানহীন নেইলপলিশ, রিমুভারের ব্যবহার, পানিতে দীর্ঘক্ষণ আঙুল চুবিয়ে রাখা, অপুষ্টিজনিত কারণ।
৭. চামচ আকৃতির নখ
কারণ : থাইরয়েড হরমনের ঘাটতি ও আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা।
শুধু নখের পরিবর্তনের ওপর ভিত্তি করে রোগ নির্ণয় করা ঠিক নয়। নখে জটিল কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
হ ডা. আয়েশা তাবাস্সুমা

সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন