হযরত আব্বাস (আ.) এর মাজারে সুস্থতা পেল পঙ্গু এক কিশোর
হযরত আব্বাস (আ.) এর মাজারে সুস্থতা পেল পঙ্গু এক কিশোর
ইরাকের পবিত্র কারবালা নগরীতে অবস্থিত হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর মাজারে পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে ৭ বছরের এক পঙ্গু কিশোর।
হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর মাজারে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, নিরাময় পাওয়ার পর পঙ্গু ঐ কিশোর নিজের পায়ে জনগণের মাঝ হতে উঠে দাঁড়িয়ে হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর মাজারের দিকে হাটতে শুরু করে।
হযরত আবুল ফাজলিল আব্বাস (আ.) এর মাজারের এক খাদেম বলেন : ৭ বছর বয়স্ক এ বাহরাইনী কিশোর এ পবিত্র মাজার হতে নিরাময় লাভকারী হাজার হাজার রোগীর ন্যায় নিরাময় লাভ করেছে।
সূত্রঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা
নতুন কমেন্ট যুক্ত করুন