নবজাতকরাও তার সুফল পায় গর্ভবতী মায়েদের ফ্লু'র টিকা দেয়া হলে

নবজাতকরাও তার সুফল পায় গর্ভবতী মায়েদের ফ্লু'র টিকা দেয়া হলে
গর্ভবতী মায়েরা টিকা নিলে তার সুফল সাধারণভাবে গর্ভস্থ সন্তানের ওপর বর্তায় এ কথা আমরা অনেকেই শুনেছি। সম্প্রতি এক গবেষণায় এই বহুল প্রচারিত এ কথার পক্ষে প্রমাণ পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, গর্ভবতী মা টিকা নিলে নবজাতক সন্তানের ফ্লু হওয়ার আশংকা কম থাকে। শুধু তাই না, জন্মের ছয়মাস পর্যন্ত শ্বাসযন্ত্রের অসুখ-বিসুখ নিয়ে সন্তানকে হাসপাতালে যেতে হয় না।
ফ্লু'র মওসুমে ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের তুলনায় অনূর্ধ্ব ছয় মাসের শিশুরা কম ভোগে। মাতৃদেহের এন্টিবডির কারণে তারা ফ্লু প্রতিরোধ করতে পারে বলে মনে করা হয়।তবে ২০০৯ সালে সোয়াইন ফ্লুর মতো কোনো মারাত্মক ফ্লু মহামারী দেখা দিলে এ সব নবজাতকরা তাদের তুলনামুলকভাবে বয়সী শিশুদের তুলনায় বেশী ফ্লুতে আক্রান্ত হয় এবং মারাও যায়।
মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বহু বছর ধরে গর্ভবর্তী মায়েদেরকে মওসুমী ফ্লুর টিকা দেয়ার কথা বলছে। তবে মার্কিন গবেষকদের নতুন সমীক্ষা দেখা গেছে, এসব টিকা মায়ের সাথে সাথে তার নবজাতক সন্তানের জন্য সুফলদায়ক হয়। এর আগেও অন্যান্য গবেষকরা একই ধরণের সমীক্ষা চালিয়েছেন এবং সে সব সমীক্ষায় একই ফলাফল দেখা গেছে।
এবারে গর্ভবতী মাকে টিকা দিলে ছয় মাসের কম বয়সী সন্তানের ওপর তার সুফল দেখা দেয়া কিনা সে বিষয়ে একটি সমীক্ষা চালান মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এ অবস্থিত মার্কিন আমর্ড ফোর্সেস হেলথ সারভিলেন্স সেন্টারের গবেষক এনজেলা আইক। তিনি এর আগে বাল্টিমোরে অবস্থিত জোনস হপকিন্সে কাজ করেছেন। রেড ইন্ডিয়ান নামে পরিচিত যুক্তরাষ্ট্রের আদিবাসীদের জন্য নাভাজো ও হোয়াইট মাউন্টেনে সংরক্ষিত অঞ্চল আছে। এ অঞ্চল দুইটি 'অ্যাপাচি ইন্ডিয়ানদের' জন্য সংরক্ষিত। এনজিলা আইক ও তার গবেষণা সহকর্মীরা তাদের সমীক্ষার জন্য এ এলাকাকে বেছে নেন। এ দুই অঞ্চলে যে সব ইন্ডিয়ান বসবাস করে তাদের শিশুদেরে শ্বাসতন্ত্রের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশংকা বেশী থাকে। এ গবেষক দল, তিনটি ফ্লু মওসুমে ১১৬০ জোড়া মা-শিশুকে পর্যবেক্ষণ করেছেন। প্রতি ফ্লুর মওসুমের পর মা ও শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মা ও শিশুদের মধ্যে ফ্লুর কোনো উপসর্গ পাওয়া যায় কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে।
এ সব পর্যবেক্ষণ ও রক্ত পরীক্ষারা মাধ্যমে গবেষক দলটি দেখতে পেয়েছে, গর্ভবতী থাকাকালীন যে সব মাকে টিকা দেয়া হয়েছে সন্তান জন্ম নেয়ার পরপরই তাদের যে ফ্লু মওসুম এসেছে তাতে সন্তানরা তুলনামূলকভাবে ৪১ শতাংশ কম ফ্লুতে আক্রান্ত হয়েছে। একই সাথে ফ্লু জাতীয় অসুখের কারণে এ সব সন্তানকে ৩৯ শতাংশ কম হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তা ছাড়া যে সব মাকে ফ্লুর টিকা দেয়া হয়েছে আর যে সব মাকে এ জাতীয় টিকা দেয়া হয়নি তাদের দুই থেকে তিন মাস বয়সী সন্তাদের দেহে ফ্লু বিরোধী এন্টিবডির পরিমাণও খতিয়ে দেখেছে গবেষক দলটি। তারা টিকা গ্রহণকারী মায়েদের সন্তানদের দেহে তুলনামূলকভাবে অধিকসংখ্যক ফ্লু বিরোধী এন্টিবডির উপস্থিতি লক্ষ্য করেছেন। ‌
'ইনফ্লুয়েঞ্জা ঘটিত জটিলতা থেকে রেহাই পাওয়ার জন্য গর্ভবতী মায়েদের টিকা দেয়ার কথা বলা হয়। তবে নতুন সমীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এমন টিকা দেয়ার বাড়তি সুফলের প্রমাণ পাওয়া যাচ্ছে। গর্ভবতী মায়েদের টিকা দেয়া হলে তাদের সন্তানরা ছয়মাস বয়স পর্যন্ত ফ্লু ভাইরাস প্রতিহত করার ক্ষমতা অর্জন করে।' আর্কাইভ অব পেডিয়াট্রিকস এন্ড এডোলসেন্ট মেডিসিন নামের সাময়িকীতে আইক ও তার গবষণা সহকর্মীরা এ সব কথা লিখেছেন।
সূত্রঃ ইন্টারনেট

 

নতুন কমেন্ট যুক্ত করুন