ব্লাড প্লাজমা উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান

ব্লাড প্লাজমা উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান
ইরান ব্লাড প্লাজমা বা রক্ত রস উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মারজিয়ে ওয়াহিদ-দাস্তেজার্দি জানান, ইরানে প্রতিবছর যে পরিমাণ রক্তদান করা হয় তা থেকে দেশের জন্য প্রয়োজনীয় ব্লাড প্লাজমা তৈরি করে ইরান। তিনি বলেন, ব্লাড প্লাজমা উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে এ খাতে চিকিৎসা বাবদ প্রতিবছর ২০ কোটি ডলার সমপরিমাণ অর্থ-সাশ্রয় করতে পারবে ইরান। প্রতিবেশি দেশগুলোতে এখন ব্লাড প্লাজমা রফতানি করা সম্ভব বলে উল্লেখ করেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিবছর ইরানিরা ১৮ লাখ ব্যাগ রক্তদান করে যা ইরানের জন্য গৌরবের বিষয় হয়ে উঠেছে। এছাড়া, আধুনিক চিকিৎসা জগতে জরুরি অবস্থায় রোগীকে সরাসরি রক্ত দেয়ার পরিবর্তে চিকিৎসা জগতে ব্যাপকভাবে ব্লাড প্লাজমা ব্যবহৃত হচ্ছে। ২০০৫ সালের পর থেকে ইরান নানা চিকিৎসা উপাদান তৈরি ও বিশুদ্ধ করার জন্য পাঁচ লাখ লিটার প্লাজমা ইউরোপে পাঠিয়েছে বলে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানান। ইরানে প্লাজমা বিশুদ্ধ করার কারখানা বসানোর পর এ সমস্যারও সমাধান হবে এবং সে সময় চিকিৎসার কাজে ব্যবহৃত নানা উপাদান তৈরির জন্য ইরানকে আর প্লাজমা দেশের বাইরে পাঠাতে হবে না বলে জানান তিনি। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানান, জলাতংক প্রতিরোধক সিরাম আমদানির জন্য ইরানকে প্রতিবছর ৬০ থেকে ৭০ লাখ ডলার ব্যয় করতে হয়। কিন্তু বর্তমানে ইরান নিজেই অনায়াসে জলাতংক, হেপাটাইটিস বি বা ধনুষ্টংকার প্রতিরোধক সিরাম তৈরি করতে পারে। রক্তজাত চিকিৎসা উপাদান তৈরির জন্য ইরানে অদূর ভবিষ্যতে প্লাজমা বিশুদ্ধ করার কারখানা বসানো হবে বলেও জানান তিনি।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন