ময়না তদন্ত কাটাকাটি না করেই সম্পন্ন হবে
ময়না তদন্ত কাটাকাটি না করেই সম্পন্ন হবে
মৃতদেহ কাটা-ছেড়া না করেই ময়না তদন্ত করার পদ্ধতি বের করেছেন বিজ্ঞানীরা। নতুন এ ময়না তদন্তের জন্য একটি স্ক্যানার লাগবে ও মৃতদেহের ঘাড়ের কাছে ছোট একটি ছিদ্র করতে হবে বলে জানিয়েছেন বৃটেনের লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ পদ্ধতিতে ৮০ শতাংশ ক্ষেত্রে নিভুর্লভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করতে পেরেছেন তারা। ময়না তদন্তের প্রচলিত পদ্ধতিতে মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহ কাটার দরকার হয় যা মৃতের পরিবার এবং কোনো কোনো ধর্মীয় সম্প্রদায়ের জন্য অনাকাঙ্খিত ও বেদনাদায়ক হয়ে ওঠে। মৃতদেহে কোনো জখম আছে কিনা বা হাড় ভেঙ্গে গেছে কিনা অথবা মৃতের ক্যান্সার ছিল কিনা তা জানার জন্য কমপিউটেড টোমোগ্রাফি বা সিটি স্ক্যানারের সহায়তা নেন বৃটেনের ওই গবেষক দল । মৃতের হৃৎপিণ্ডের পরিস্থিতি জানার জন্য এ পদ্ধতির আরো উন্নয়ন ঘটাতে হবে বলে গবেষকরা জানান। নতুন পদ্ধতিতে এ পর্যন্ত ৩৩টি মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। নতুন পদ্ধতিকে আরো কার্যকর করার জন্য চলতি বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান গবেষক দলের প্রধান ডা. সারাহ সন্ডারস।
নতুন কমেন্ট যুক্ত করুন