হৃদরোগে মৃত্যুর আশংকা বাড়ায় অ্যাজিথ্রোমাইসিন!

হৃদরোগে মৃত্যুর আশংকা বাড়ায় অ্যাজিথ্রোমাইসিন!
অ্যাজিথ্রোমাইসিন নামের একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কারণে পূর্ণবয়স্ক ব্যক্তিদের হঠাৎ করে হৃদরোগে মৃত্যুর আশংকা বাড়তে পারে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক সমীক্ষায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যেসব ব্যক্তির কার্ডিওভাসকুলার রোগ আছে তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারে মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশংকা রয়েছে বলে এ সমীক্ষায় বলা হয়েছে। যারা অ্যামিক্সোসিলিন ব্যবহার করছেন তাদের তুলনায় অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারকারীদের আড়াইগুণ বেশি মৃত্যুর আশংকা রয়েছে।
এ ছাড়া, ইরিথ্রোমাইসিন এবং ক্লেয়ারিথ্রোমাইসিন নামে অন্য দু'টি অ্যান্টিবায়োটিকও হঠাৎ মৃত্যুর আশংকা বাড়ায় বলে আগে জানা গিয়েছিল। অবশ্য, সে সময় অ্যাজিথ্রোমাইসিনকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হতো।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন