আগামী এক দশকের মধ্যেই বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা সম্ভবপর হবে

আগামী এক দশকের মধ্যেই বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা সম্ভবপর হবে
আগামী এক দশকের মধ্যেই বেশিরভাগ ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হবে বলে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ড. জেমস ওয়াটসন দৃঢ় আশা প্রকাশ করেছেন।
মানব দেহের ডিএনএ’র গঠন বা কাঠামো আবিষ্কারক বিজ্ঞানীদের মধ্যে অন্যতম এই বিজ্ঞানী বলেছেন, আগামী দশকের মধ্যেই প্রতি ৫টি ক্যান্সারের মধ্যে চারটির নিরাময় হবে তবে, শর্ত হলো- ক্যান্সার সনাক্ত করার পদ্ধতিতে উন্নয়ন ঘটাতে হবে। ডেইলি মেইলে বিজ্ঞানী জেমস ওয়াটসনের এসব মন্তব্য প্রকাশিত হয়েছে।
৮৪ বছর বয়স্ক নোবেল বিজয়ী ড. ওয়াটসন ক্যান্সার গবেষকদের সমালোচনা করে বলেছেন, যারা ক্যান্সার নিয়ে গবেষণা করছেন তাদের চিন্তাধারার পরিধি সীমিত এবং তারা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন।
আয়ারল্যান্ডের ডাবলিনে বিজ্ঞান সম্মেলনে ড. ওয়াটসন বলেন, আমরা কেন ক্যান্সারের চিকিৎসা করতে পারছি না সেদিকেই জোর গবেষণা চালাতে হবে। এর পাশাপাশি এ রোগের চিকিৎসা পদ্ধতিকে বিস্তৃত ও বৈচিত্রময় করতে হবে। তার মতে- ক্যান্সার গবেষকরা সব কিছু জানার চেষ্টা করছেন না।
ক্যান্সার সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনকারী ড. জেমস ওয়াটসন আরো বলেছেন, “মনে হচ্ছে আপনারা কেবল কান্সারের শেষ বা চূড়ান্ত পর্যায়েই এর চিকিৎসা করতে চাচ্ছেন কিন্তু এ রোগের শুরুটা নিয়ে চিন্তিত নন; অথচ এ রোগের ওপর বিজয় অবশ্যই অনেক সহজ হবে যদি ক্যান্সারের প্রাথমিক পর্যায়েই চিকিৎসা শুরু করা হয়। এ ছাড়া, কেন এ রোগ দেখা দিয়েছে তার কারণগুলো আবিষ্কার করা গেলে ক্যান্সারের বিরুদ্ধে বিজয় সম্ভব।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন