ওষুধ প্রতিরোধক এইচআইভি’র প্রকোপ বাড়ছে উন্নয়নশীল বিশ্বে

ওষুধ প্রতিরোধক এইচআইভি’র প্রকোপ বাড়ছে উন্নয়নশীল বিশ্বে
উন্নয়নশীল বিশ্বে ওষুধ প্রতিরোধক হিউম্যান ইমিউনো ভাইরাস বা এইচআইভি'র প্রকোপ বাড়ছে। ঘাতকব্যাধি এইডস সৃষ্টিকারী এ ভাইরাসের প্রকোপ বাড়ছে বিশেষ করে আফ্রিকার দক্ষিণ এবং পূর্বাঞ্চলে। চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, এ ধরনের প্রকোপের কারণে এইচআইভি ভাইরাস-বিরোধী চিকিৎসা র কার্যকারিত মারাত্মকভাবে কমবে। এতে বলা হয়েছে, ভাইরাস-বিরোধী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিয়মাগুলো কঠোরভাবে না মানার কারণেই এ ধরণের প্রকোপ বাড়ছে। এশিয়া, লাতিন আমেরিকা এবং সুদান ছাড়া সাহারার উত্তরে আংশিক বা পূর্ণ ভাবে অবস্থিত দেশগুলো বা সাব সাহারা অঞ্চলে ২৬ হাজার একশ রোগীর ওপর এ সমীক্ষা চালানো হয় ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এ সমীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র তথ্য-উপাত্তও ব্যবহার করা হয়। এতে, ওষুধ প্রতিরোধী ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে পূর্ব আফ্রিকায়।
গবেষকরা বলছেন, এ তথ্য থেকে এটাই মনে হচ্ছে যে, প্রতিটি দেশকে এইচআইভি চিকিৎসা কর্মসূচি গ্রহণের সময় ওষুধ প্রতিরোধক এইচআইভি ভাইরাস যেন না দেখা দেয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।
রোগীদের মধ্যে যাদের দেহে এ ধরনের প্রকোপ দেখা গেছে তাদের ওষুধ বদলে দিতে হবে এবং তাদের জন্য বিকল্প চিকিৎসা র সুযোগ সৃষ্টি করতে হবে বলে উল্লেখ করছেন গবেষকরা।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন