বয়স্কদের ক্যান্সারের সঙ্গে শৈশবের স্থূলতার সরাসরি সম্পর্ক রয়েছে
বয়স্কদের ক্যান্সারের সঙ্গে শৈশবের স্থূলতার সরাসরি সম্পর্ক রয়েছে
অন্ত্র, মূত্রথলি ও প্রস্রাব সংশ্লিষ্ট অঙ্গের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সঙ্গে শৈশবে মুটিয়ে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে এ তথ্য।
ক্যান্সার ও স্থূলতা প্রতিরোধ সংক্রান্ত একটি গবেষণা সাময়িকীতে গবেষণার এ ফলাফল তুলে ধরা হয়েছে।
ব্রিটেনের ডেইলি মেইল ওই গবেষণা সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ, দেহসন্ধি ও পেশীর ব্যথার সম্পর্ক রয়েছে। ১১ লাখ পুরুষের ওপর ১৮ বছর নজরদারির পর জানা গেছে এসব সম্পর্কের কথা। বিজ্ঞানীরা শৈশবে শিশুর উচ্চতা এবং ওজনের অনুপাত সংক্রান্ত তথ্য বা বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) থেকে নিশ্চিত হয়েছেন যে- অন্ত্র, মূত্রথলি ও প্রস্রাব সংশ্লিষ্ট অঙ্গের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সঙ্গে শৈশবের মুটিয়ে যাওয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। এ গবেষকরা বলছেন, আরো ব্যাপক গবেষণা করা হলে অগ্ন্যাশয় বা প্যানক্রিজের ক্যান্সারের সঙ্গে শৈশবের মুটিয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে কিনা তাও স্পষ্ট হবে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন