ত্বকের ক্যান্সার চিকিৎসায় আশার আলো দেখা দিয়েছে

ত্বকের ক্যান্সার চিকিৎসায় আশার আলো দেখা দিয়েছে
ত্বকের মারাত্মক ক্যান্সারের ক্ষেত্রে অতিবেগুনী রশ্মির বিকিরণে যে জিনটির মিউটেশন বা রূপান্তর ঘটে তাকে চিকিৎসা -বিজ্ঞানীরা চিহ্নিত করতে পেরেছেন। এ আবিষ্কারের সূত্র ধরে ত্বকের ক্যান্সার চিকিৎসার ওষুধ বের করা যাবে বলে আশা করছেন চিকিৎসা - বিজ্ঞানীরা।
কুইন্সল্যান্ড ইন্সটিটিউট অব মেডিক্যাল রিসার্চ বা কিউআইএমআর এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ত্বকের ক্যান্সার নিয়ে বিশ্বের এ বৃহত্তম সমীক্ষা চালান।
কিউআইএমআর'-এর অনকোজিনোমিক্স গবেষণাগারের অধ্যাপক নিক হেইওয়ার্ড বলেছেন, ত্বকের ক্যান্সার মেলানোমার সঙ্গে জড়িত ১৪৭টি জিনের প্রতিটি বিশ্লেষণ করা হয়েছে। ত্বকের এসব ক্যান্সারের প্রায় ১০ শতাংশের ক্ষেত্রে জিনের এ মিউটেশন বা রূপান্তর দেখতে পাওয়া গেছে। ত্বকের ক্যান্সারে যেসব মৃত্যু ঘটে তার ব্যাপক অংশ মারা যায় মেলানোমায়। সূর্যের অবলোহিত রশ্মি বা ইউভি বিকিরণে অতিমাত্রার কারণে মেলানোমা হয়। মিউটেশনের কারণে টিউমার দেখা দেয়া ছাড়াও টিউমারের বৃদ্ধি দ্রুততর হয়।
ত্বকের ক্যান্সারের এ নতুন চিকিৎসা য় ভাল ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন অধ্যাপক নিক হেইওয়ার্ড। রূপান্তরিত এ জিনের চিকিৎসা বের করার জন্য তাদের এ আবিষ্কার সহায়তা করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে নতুন এ চিকিৎসা পদ্ধতি বের হয়ে যাবে।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন