আফিমের আসক্তি ঠেকানোর ওষুধ আবিষ্কার

আফিমের আসক্তি ঠেকানোর ওষুধ আবিষ্কার
অস্ট্রেলিয়া ও আমেরিকার একদল বিজ্ঞানী মরফিন ও হেরোইনসহ আফিম জাতীয় মাদকদ্রব্যের আসক্তি প্রতিরোধের ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন।
অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থায় এমন এক মৌলিক কার্য-প্রক্রিয়া রয়েছে যা আফিম জাতীয় ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি আসক্তিকে বাড়িয়ে দেয়।
পরীক্ষাগারের ইঁদুর ব্যবহার করে এই গবেষকরা প্লাস-নালোক্সোনি নামের একটি ওষুধ বানিয়েছেন যা মানব দেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার মাদকাসক্ত হওয়াকে ঠেকাতে সক্ষম।
ওই গবেষণা প্রকল্পের প্রধান মার্ক হাচিনসন বলেছেন, শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও রোগ প্রতিরোধ ব্যবস্থা উভয়ই আসক্তি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে, আমাদের জন্য শুধু যা দরকার তা হল, আফিম জাতীয় ড্রাগ বা মাদকদ্রব্যের আসক্তির দিকে মস্তিষ্কে রোগপ্রতিরোধক উপাদানগুলোর সাড়া ঠেকিয়ে রাখা।
এই প্রকল্পের গবেষকরা আরো বলছেন, ব্যাকটেরিয়ার প্রতি স্বাভাবিক রোগ প্রতিরোধক ব্যবস্থা যেভাবে সাড়া দেয় আফিম জাতীয় ড্রাগ বা মাদকদ্রব্য Toll-Like receptor 4 (TLR4) নামক মস্তিষ্কের একটি রোগপ্রতিরোধক গ্রহীতার (immune receptor) প্রতিও একই কায়দায় আকৃষ্ট হয় এবং এরপর ওই গ্রহীতা আসক্তির মাত্রা বাড়িয়ে দেয়।
কিন্তু মার্ক হাচিনসনের মতে, তাদের উদ্ভাবিত ওষুধটি স্বয়ংক্রিয়ভাবে আসক্তির প্রক্রিয়া বন্ধ করে দেয়।
আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অন ড্রাগ অ্যাবইউজ (NIDA) এবং অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল (ARC) এই গবেষণার ফলাফল জার্নাল অব নিউরোসায়েন্স-এর আগস্ট সংস্করণে প্রকাশ করবে বলে কথা রয়েছে।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন