ইরান ক্যান্সার ও বন্ধ্যত্বসহ জটিল রোগের গুরুত্বপূর্ণ ৮ ওষুধ তৈরি করেছে
ইরান ক্যান্সার ও বন্ধ্যত্বসহ জটিল রোগের গুরুত্বপূর্ণ ৮ ওষুধ তৈরি করেছে
ইরান ক্যান্সার, বন্ধ্যত্ব এবং হাড়ের জটিল রোগের চিকিৎসা য় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আটটি ওষুধ তৈরি করেছে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উপস্থিতিতে এসব ওষুধ দেশের চিকিৎসা খাতে ব্যবহার শুরু করা হয়েছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মারজিয়ে ওয়াহিদদাস্তজের্দিও উপস্থিত ছিলেন।
এসব ওষুধের মধ্যে রয়েছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা এইচআইবি টিকা। এ টিকা ম্যানেনজাইটিস নামে পরিচিত মস্তিষ্কের মারাত্মক সংক্রমণ ঠেকানোর কাজে ব্যবহৃত হয়। সাধারণভাবে অনুর্ধ্ব ৫ বছরের শিশুদের এ টিকা দেয়া হয়। হেমোফাইলিয়া নামের রক্তের বংশগত রোগের চিকিৎসা য় এই প্রথম দেশে তৈরি ওষুধ ব্যবহার শুরু করেছে ইরান। মায়েরা এ রোগের বাহক হলেও কেবলমাত্র ছেলেরাই এ রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত রোগীর রক্ত জমাট বাঁধে না, ফলে ছোট-খাটো কাঁটা-ছেড়াও মারাত্মক রক্তপাতের কারণ হয়ে দেখা দিতে পারে। ইরান হেমোফাইলিয়া'র চিকিৎসা য় ব্যবহৃত ওষুধ 'রিকম্বিন্যান্ট ফ্যাক্টর এইট' তৈরি করেছে।
এ ছাড়া, স্তন ক্যান্সার চিকিৎসা য় ব্যবহৃত মনোক্লনাল এন্টিবডি ট্রাস্টোজুমাব তৈরি করেছে ইরান। এ ওষুধের বাণিজ্যিক নাম হারসিপ্টিন।
অন্যদিকে বন্ধ্যত্বের চিকিৎসা য় ব্যবহৃত 'রিকম্বিন্যান্ট সেক্স হরমোন 'বা এসএসএইচ, প্যারাথাইরয়েডের চিকিৎসা য় ব্যবহৃত পিটিএইচ হরমোন, আর্থরাইটিস বা সন্ধিবাত জনিত দেহ-সন্ধির চিকিৎসা য় ব্যবহৃত ইটানারসেপ্ট এবং প্রোস্টেট ক্যান্সার ও বিশেষ ধরণের বন্ধ্যত্ব চিকিৎসা য় ব্যবহৃত লোপেরামাইডও ইরান তৈরি করেছে।
এ ছাড়া, এ অনুষ্ঠানের মাধ্যমে কয়েক ধরণের রোগ নির্ণয়ের কাজে ব্যবহৃত দেশে তৈরি কয়েক রকমের এনজাইমের ব্যবহারও শুরু করেছে ইরান।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন