রক্ত পরীক্ষায় জানা যাবে ক্যালসিয়াম জমা হওয়ার ঝুঁকি আছে কিনা

রক্ত পরীক্ষায় জানা যাবে ক্যালসিয়াম জমা হওয়ার ঝুঁকি আছে কিনা
দেহের কোষকলা এবং রক্তনালীতে ক্যালসিয়াম জমছে কিনা তা এবার রক্ত পরীক্ষার মাধ্যমেই বের করা যাবে। অধিক হারে ক্যাসলিয়াম জমা হলে পরিণামে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি দেখা দিতে পারে। আর সিকেডি'র রোগীদের বেলায় প্রধান ঘাতক ব্যাধি হিসেবে দেখা দেয় হৃদরোগ। এভাবে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়াটা হৃদরোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণভাবে কিডনি সঠিকভাবে কাজ না করায় এবং প্রচলিত নানা ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই রক্তে অধিক হারে ক্যালসিয়াম জমা হয়। তবে কোন রোগী এ ধরণের ক্যালসিয়াম জমা হওয়ার মতো ঝুঁকির মধ্যে আছেন তা বের করার জন্য বর্তমানে চিকিতসকদের কাছে কোনো পদ্ধতি নেই। জার্নাল অব আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি এ কথা জানিয়েছে।
কিন্তু রক্ত পরীক্ষা করে ক্যালসিয়াম জমা হওয়ার পরিমাণ বের করার পদ্ধতি এবার আবিষ্কার করতে পেরেছেন সুইজারল্যান্ডের ইনসেলেপ্টালে অবস্থিত ইউনিভার্সিটি হসপিটাল এবং ইউনিভার্সিটি বার্নের গবেষকরা। তারা ইঁদুরের দেহ পরীক্ষা করে এ পদ্ধতি বের করেছেন। তবে মানুষের ক্ষেত্রে এ পদ্ধতি কবে থেকে চালু হবে এখনো তা জানা যায়নি।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন