ক্যান্সারে অবিবাহিতদের চেয়ে বেশি দিন বাঁচেন বিবাহিতরা
ক্যান্সারে অবিবাহিতদের চেয়ে বেশি দিন বাঁচেন বিবাহিতরা
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বিবাহিত ব্যক্তিরা এই রোগে আক্রান্ত অবিবাহিতদের চেয়ে বেশি দিন বাঁচেন। পাশ্চাত্যের এক গবেষণায় এ বিষয়টি প্রমাণিত হয়েছে।
এমনকি যারা প্রোস্টেট, মাথা ও ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই একই ধরনের অবস্থা দেখা গেছে।
ফুসফুসের গুরুতর ক্যান্সারে আক্রান্ত ১৬৮ ব্যক্তির ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, তারা সবাই ২০০০ থেকে ২০১০ দশ সাল পর্যন্ত রাসায়নিক ও রশ্মির থেরাপি বা চিকিৎসা নেয়া সত্ত্বেও তাদের মধ্যে বিবাহিত রোগীরা অবিবাহিত রোগীদের একটি বড় অংশের তুলনায় তিন বছর বেশি বেঁচে ছিলেন। তিন বছর কম বেঁচে থাকা ওই অবিবাহিত রোগীদের সংখ্যা ছিল প্রায় ১৭ জন বা মোট রোগীর শতকরা দশভাগ।
অতীতের এক গবেষণায় দেখা গেছে, বিয়ের ফলে নারীদের তুলনায় পুরুষরাই স্বাস্থ্য ও শারীরিক-মানসিক বিষয়ে বেশি উপকৃত হয়, কিন্তু ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও বেঁচে থাকা রোগীদের মধ্যে বিবাহিত নারীদেরকেই বেশি উপকৃত হতে দেখা গেছে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত বিবাহিত নারীদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই চিকিৎসা নেয়ার পরও অন্তত তিন বছর বেঁচে ছিল।
গবেষকরা বলছেন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদেরকে দৈনন্দিন কাজকর্মে, হাসপাতালে চিকিৎসার জন্য আনা-নেয়ার ক্ষেত্রসহ অন্যান্য সেবা-শুশ্রূষায় বেশি যত্ন ও সহায়তা দেয়া উচিত।
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এই গবেষণায় এই আভাসও পাওয়া গেছে যে বিবাহিত ব্যক্তিরা কেন ক্যান্সারের মোকাবেলায় বেশি দিন প্রতিরোধ চালিয়ে যেতে পারেন।
ওই গবেষণা প্রকল্পের প্রধান এলিজাবেথ নিকোল এ প্রসঙ্গে বলেছেন,ক্যান্সার আক্রান্ত বিবাহিত ব্যক্তিরা কেন অবিবাহিতদের চেয়ে বেশি দিন বাঁচেন তার কারণগুলো পুরোপুরি স্পষ্ট নয়, তবে আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ক্যান্সারের রোগীদের চিকিৎসা ও তাদের গাইড করার ক্ষেত্রে সামাজিক সহায়তা দেয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।
ক্যান্সার আক্রান্তদের সেবা ও যত্ন নেয়ার ব্যবস্থা উন্নত করা হলে তা তাদের আয়ু বাড়ানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে নিকোল উল্লেখ করেন। তিনি আরো বলেছেন,ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কেবল নতুন নতুন ওষুধ উদ্ভাবন ও নতুন পদ্ধতির চিকিৎসার ওপরই জোর দেয়া ঠিক হবে না,এসবের পাশাপাশি এইসব রোগীকে আরো ভালভাবে সাহায্য করার ও সেবা-শুশ্রূষা দেয়ার উপায় বের করার ওপরও জোর দিতে হবে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন