প্রচণ্ড কাশি সারতে গড়ে ১৮ দিন সময় লাগে : নতুন সমীক্ষার তথ্য
প্রচণ্ড কাশি সারতে গড়ে ১৮ দিন সময় লাগে : নতুন সমীক্ষার তথ্য
প্রচণ্ড কাশি সারতে গড়ে ১৮ দিন সময় লাগে। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে এ তথ্যটি উঠে এসেছে। এ ফলাফলটি প্রকাশিত হয়েছে অ্যানালস অব ফ্যামিলি মেডিসিন নামের একটি জার্নালে।
সাধারণভাবে অনেকেই মনে করেন, প্রচণ্ড কাশি বা ব্রঙ্কাইটিস ১০ দিন স্থায়ী হয়। কিন্তু গবেষণায় ধরা পড়েছে এ কথাটি সত্য নয়। এ ধরনের বিশ্বাসের কারণে অনেকেই কাশি দ্রুত সারিয়ে তোলার জন্য অ্যান্টিবায়োটিকস দেয়ার জন্য চিকিতসকদের ওপর চাপ সৃষ্টি করেন। যদিও এ সব পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিকসের মতো ওষুধ খাওয়ার কোনোই প্রয়োজন পড়ে না।
আমেরিকার দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের হিসাব অনুযায়ী, প্রতি তিন জন রোগীর মধ্যে দু’জনই কাশির সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান। আর এ সব কাশির রোগীর অর্ধেককেই শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিকস দেয়া হয়।
কাশি নিয়ে সাধারণ মানুষ যা ভাবেন তার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে জানান ইউজিএ গণস্বাস্থ্য কলেজের রোগতত্ত্ব বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. মার্ক এবেল।
তিনি বলেন, কারো যদি ব্রঙ্কাইটিস হয় এবং চার/পাঁচ দিনের মধ্যে তা যদি ভাল না হয় তখন তারা ভাবেন ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় এসে গেছে। এ ছাড়া, চার/পাঁচ দিন পরও যখন প্রথম দফা অ্যান্টিবায়োটিক কাজ না করে তখন তারা আবার ডাক্তারের কাছে ফিরে আসেন।
কাশি নিয়ে এ সমীক্ষার জন্য ১৯টি জরিপের তথ্য খুঁটিয়ে দেখা হয়েছে। এ সব জরিপ ২৩ থেকে এক হাজার ২৩০ জন রোগীর ওপর চালানো হয়েছে। কাশি সংক্রান্ত নতুন এ গবেষণা সমীক্ষা একযোগে চালানো হয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপ ও কেনিয়ায়।
এ সমীক্ষায় যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, কাশি সারতে গড়ে ১৭.৮ দিন লাগে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন