মানুষের সংস্পর্শ থেকে হয়তো ছড়িয়ে পড়ছে সার্স’র মতো নতুন ভাইরাস

মানুষের সংস্পর্শ থেকে হয়তো ছড়িয়ে পড়ছে সার্স’র মতো নতুন ভাইরাস

সার্স ভাইরাসের মতো নতুন ধরনের ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সে দ্বিতীয় এক ব্যক্তি নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ওই ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। আর এ কারণেই ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে এক মানুষের দেহ থেকে অন্যের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।

এর আগে, একই ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে দুই ব্যক্তি মারা গেছে।

এনসিওভি নামের এ ভাইরাস নিউমোনিয়া সৃষ্টি করে এবং কিডনিকে অকেজো করে দেয় এবং এটি সার্স ভাইরাস পরিবারের সদস্য। অবশ্য, বর্তমানে যে ভাইরাস আছে তার মিউটেশন ঘটেছে নাকি প্রাণী থেকে এ ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০০৩ সালে সার্স ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর চীনে মারা গিয়েছিল আটশ'র বেশি মানুষ।

নতুন প্রজাতির এ ভাইরাসে অনেক লোক আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ভাইরাস আরো ছড়িয়ে পড়তে পারে বলেও আশংকা করছেন তারা।

২০১২ সালের পর থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে এ রোগে ৩৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং এদের মধ্যে মারা গেছে ১৮ জন।

সৌদি আরব ও জর্দানে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত গ্রীষ্মকাল থেকে দেশটিতে ২৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৫ জন।

অবশ্য, সম্প্রতি যে সব ব্যক্তি মারা গেছে তারা এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা এখনো নিশ্চিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন