লাতিন আমেরিকায় ব্যাপকভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা!

লাতিন আমেরিকায় ব্যাপকভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা!

লাতিন আমেরিকায় ব্যাপকভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা!

লাতিন আমেরিকার দেশগুলোতে ব্যাপকভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ল্যান্সেট অনকোলজি নামের সাময়িকীতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ব্রাজিলের সাও পাওলোতে বিশেষজ্ঞদের সম্মেলন উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে ব্রাজিলে আমেরিকা ও ইউরোপের তুলনায় ক্যান্সারের প্রকোপ কম হলেও ক্যান্সারে মৃত্যুর হার অনেক বেশি। ক্যান্সার নির্ণয়ে দেরি হওয়া ও সঠিক চিকিতসার অভাবেই মূলত লাতিন আমেরিকায় এ সব মৃত্যু ঘটে।

বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেছেন, লাতিন আমেরিকায় গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারের আরো বিস্তার ঘটবে। এ এলাকার অনেক দেশই তখন এ রোগ সামাল দিতে পারবে না।

এতে আরো বলা হয়, লাতিন আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জীবনযাত্রার মান বাড়ছে। একই সঙ্গে অধিকতর উন্নত দেশগুলোর মতো দৈহিকভাবে নিষ্ক্রিয় জীবনযাপনের মতো কূপ্রবণতা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা, ধূমপান ও মদপানের মতো বদ অভ্যাসগুলো। এ ছাড়া, বিনা কারণে রোদে যাওয়া ও ঘরের ভেতর কাঠ বা কয়লার মতো নিরেট উপাদান পুড়িয়ে দূষণ সৃষ্টিও চলছে অব্যাহতভাবে।

গবেষকরা বলছেন, লাতিন আমেরিকায় প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৬৩ জন ক্যান্সারে আক্রান্ত হয়। একই সংখ্যক মানুষের মধ্যে আমেরিকায় ৩০০ এবং ইউরোপে ২৬৪জন ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু এ সত্ত্বেও লাতিন আমেরিকায় মৃত্যুর হার অনেক বেশি। লাতিন আমেরিকায় ২২ জন ক্যান্সার রোগীর মধ্যে ১৩ জন মারা যান। অথচ আমেরিকায় ৩৭ এবং ইউরোপে ৩০ জন রোগীর মধ্যে মারা যায় ১৩ জন।

গবেষকদের হিসেব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে লাতিন আমেরিকা ও ক্যারাবিয় অঞ্চলে অন্তত ১৭ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন এবং এদের মধ্যে প্রাণ হারাবেন ১০ লাখ মানুষ। এখনই সতর্ক না হলে লাতিন আমেরিকার জনগোষ্ঠী ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন