কোরআনী শিক্ষা 9

কোরআনী শিক্ষা 9

সুরা বাকারা, (58-61 আয়াত)

وَإِذْ قُلْنَا ٱدْخُلُواْ هَـٰذِهِ ٱلْقَرْيَةَ  فَكُلُواْ مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَداً وَٱدْخُلُواْ ٱلْبَابَ سُجَّداً وَقُولُواْ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ ٱلْمُحْسِنِينَ ﴿٥٨﴾

(৫৮) (স্মরণ কর) যখন আমরা বলেছিলাম, 'এ জনপদে প্রবেশ কর এবং তার মধ্যে যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে খাও এবং প্রবেশ দ্বারে সিজদাবনত হয়ে মুখে 'হিত্তা' (আমাদের গুনাহসমূহকে ঝরিয়ে দাও) বলতে বলতে প্রবেশ কর। আমরা তোমাদের অপরাধসমূহ ÿমা করে দেব এবং আমরা সৎকর্মশীলদের (প্রতিদান বা সওয়াবকে) বৃদ্ধি করে দেব।'

  • আয়াত হতে শিক্ষাঃ
  • 1)প্রথমে খুধা নিবারনের ব্যবস্থা তার পর এবাদতের প্রতি নির্দেশ এসেছে
  • 2)পবিত্র স্থানে প্রবেসের সময় সম্মান বজায় রাখতে হবে। وَٱدْخُلُواْ ٱلْبَابَ سُجَّداً
  • 3)আমাদরে পক্ষ হতে এসতেগফার, আল্লাহর পক্ষ হতে ক্ষমা وَقُولُواْ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ
  • 4)আল্লাহর নির্দেশ পালন করলে ক্ষমা পাওয়া যাবে। وَقُولُواْ حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ

 

 فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ قَوْلاً غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجْزاً مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفْسُقُونَ ﴿٥٩﴾

(৫৯) কিন্তু তাদের যা বলা হয়েছিল অনাচারীরা তা অন্য কথার দ্বারা পরিবর্তন করল, তখন আমরা সেই অনাচারীদের ওপর তাদের অবাধ্যতার কারণে আসমান হতে শাস্তি অবতীর্ণ করলাম।

  • আয়াত হতে শিক্ষাঃ
  • জুলুম ও গোনাহের কারণে আল্লাহর সীমা লংঘন হয়ে থাকে فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ
  • আল্লাহর বিধান অমান্যকারীর প্রতিদান হচ্ছে আজাব رِجْزاً
  • কখনো কখনো আজাব দুনিয়াতে এসে থাকে فَأَنزَلْنَا عَلَى ٱلَّذِينَ ظَلَمُواْ رِجْزاً

 

 وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ فَٱنفَجَرَتْ مِنْهُ ٱثْنَتَا عَشْرَةَ عَيْناً قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُواْ وَٱشْرَبُواْ مِن رِّزْقِ ٱللَّهِ وَلاَ تَعْثَوْاْ فِى ٱلأَرْضِ مُفْسِدِينَ ﴿٦٠﴾

(৬০) (স্মরণ কর) যখন মূসা নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, তখন আমরা বললাম, 'তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর।' ফলে তা হতে বারটা ঝরনা প্রবাহিত হল এবং সকলেই নিজ নিজ ঘাট উত্তমরূপে চিনে নিল। (এবং তাদের বলা হল) 'আলস্নাহ-প্রদত্ত জীবিকা হতে পানাহার কর এবং পৃথিবীতে ধ্বংসাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি কর না।'

  • আয়াত হতে শিক্ষাঃ
  • 1 নবিগণ মানুষের বৈষয়িক প্রয়োজনের প্রতিও খেয়াল রাখতেনঃ وَإِذِ ٱسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ
  • 2 সকল সৃষ্টিই আল্লাহর নির্দেশ মান্য করেঃ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْحَجَرَ
  • 3 সঠিকভাবে বন্টন নিরাপত্তার কারণ হয়ে থাকেঃ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ

 

وَإِذْ قُلْتُمْ يَامُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ ٱلأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ٱهْبِطُواْ مِصْراً فَإِنَّ لَكُمْ مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُوا بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ ذٰلِكَ بِأَنَّهُمْ كَانُواْ يَكْفُرُونَ بِآيَاتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّينَ بِغَيْرِ ٱلْحَقِّ ذٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعْتَدُونَ ﴿٦١﴾

(৬১) (স্মরণ কর) তোমরা যখন বলেছিলে, 'হে মূসা! আমরা এক প্রকার খাদ্যে ধৈর্যধারণ করতে পারব না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা কর তিনি যেন যা কিছু ভূমি উৎপন্ন করে তা থেকে আমাদের জন্য বের করেন তার শাক-সব্জী, কাঁকুড়, গম, মশুর ও পেঁয়াজ (রসুন) প্রভৃতি।' সে (মূসা) বলল, 'তোমরা কি একটা উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে পরিবর্তন করতে চাও? তবে কোন নগরে অবতরণ কর, তোমরা যা চাও সেখানে তা বিদ্যমান।' তাদের জন্য লাঞ্ছনা ও দারিদ্র অবধারিত করে দেওয়া হল এবং তারা আলস্নাহর রোষের শিকার হল। এসব এ কারণে যে, তারা আলস্নাহর নিদর্শনসমূহকে অস্বীকার করত এবং নবীদের অবৈধভাবে হত্যা করত। আর এজন্যও যে, তারা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করত।

  • আয়াত হতে শিক্ষাঃ
  1. পেটুকতা অধপতনের কারণঃ وَإِذْ قُلْتُمْ يَامُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ
  2. আল্লাহর নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকাতেই কল্যাণ রয়েছেঃ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ
  3. সীমালংঘনকারীরা ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেঃ يَكْفُرُونَ بِآيَاتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّينَ بِغَيْرِ ٱلْحَقِّ
  4. গোনাকারীরা জুলুম করে থাকেঃ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّينَ بِغَيْرِ ٱلْحَقِّ ذٰلِكَ بِمَا عَصَواْ وَّكَانُواْ يَعْتَدُونَ

নতুন কমেন্ট যুক্ত করুন