কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে শিয়াদেরকে হত্যা
কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে শিয়াদেরকে হত্যা
আল-জিযাহ অঞ্চলের আবু মুসলিম গ্রামে ৪ জন শিয়া মুসলিম হত্যার বিষয় প্রদত্ত বিবৃতিতে আল-আযহার একে রক্তাক্ত ঘটনা বলে আখ্যায়িত করে উল্লেখ করেছে যে, এ অপরাধকর্ম কবিরা গুনাহসমূহের অন্যতম এবং এমন একটি অসত কাজ যে বিষয়ে শরিয়ত অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছে এবং প্রচলিত আইনও এ অপরাধে লিপ্তদেরকে শাস্তি প্রদান করে।
রক্তপাত হারাম এবং ইসলামি ইতিহাস মিশর ও এ জনপদের নাগরিকদেরকে আকিদাগত, সাম্প্রদায়িক ও চিন্তাগত কারণে হত্যাকাণ্ডে জড়িত হওয়ার মত জাতি বলে চেনে না –এ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে : এ ঘটনা মিশরের জনগণের জন্য আশ্চার্যজনক। এমন স্পর্শকাতর মুহুর্তে এ ঘটনার মূখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা এবং জনগণকে ফেতনার দিকে ঠেলে দেয়া। তাই মিশরের সরকারের উচিত এ পরিস্থিতি সর্বোচ্চ সতর্ক থাকা।
বিবৃতিতে এ হাদীসটির প্রতি ইশারা করা হয়েছে যে, ‘যদি মুসলমানরা পরস্পরের বিরুদ্ধ তলোয়ার হাতে তুলে নেয় এবং পরস্পরকে হত্যা করে তবে হত্যাকারী ও নিহত উভয়েই জাহান্নামে যাবে’।
এ বিষয়ে দ্রুত তদন্ত করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানিয়েছে আল-আযহার। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবী জানানো হয়েছে।
সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন