সমাজে রাসূলের (সা.) সুন্নাত ও আহলে বাইতের (আ.) বেলায়েত প্রতিষ্ঠায় ইমাম জয়নুল বিশেষ ভূমিকা রাখেন

সমাজে রাসূলের (সা.) সুন্নাত ও আহলে বাইতের (আ.) বেলায়েত প্রতিষ্ঠায় ইমাম জয়নুল বিশেষ ভূমিকা রাখেন
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রাফিয়ী বলেছেন যে,ইমাম জয়নুল আবেদীন (আ.) সমাজে রাসূলের (সা.) সুন্নাত ও আহলে বাইতের (আ.) বেলায়েত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রাফিয়ী ইমাম হুসাইনের (আ.) শাহাদতের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইমাম জয়নুল আবেদীনের (আ.) ৩০ বছর ইমামত কাল ছিল অত্যন্ত কঠিন ও দূর্বিসহ। এ সুদীর্ঘ সময়ে ইমাম (আ.) জালিম শাসকের কড়া নজরদারীর মধ্য থেকে মুসলিম সমাজকে দিকনির্দেশনা দানকরেন।
তিনি বলেন: ইমাম জয়নুল আবেদীনের (আ.) ইমামতের দায়িত্ব পালনকালে ধীরে ধীরে রাসুলের (আ.) সুন্নাত ও আদর্শ সমাজে কোনঠাসার শিকার হয়। কিন্তু ইমাম (আ.) অত্যন্ত বিচক্ষণতার সাথে মুসলিম সমাজকে এ ধরনের চরম বিপদ থেকে রক্ষা করেছেন।
তিনি আরো বলেন: আমরা যদি সাহিফায়ে সাজ্জাদিয়াতে বর্ণিত দোওয়াসমূহ পর্যালোচনা করি; তাহলে দেখতে পাব সেগুলোর প্রত্যেকটিতে প্রচুর দরুদ শরীফ পাঠ করা হয়েছে। এটা কি ঘটনাচক্রেই ঘটেছে। না তা কখনও না। বরং ইমাম (আ.) চেয়েছেন এ পন্থায় সমাজে রাসূল (সা.) ও পবিত্র বংশধরের নামকে জাগ্রত রাখতে।

 

নতুন কমেন্ট যুক্ত করুন