জান্নাতুল বাকীতে যেয়ারত করতে আসা নারীদের ওপর হামলা চালিয়েছে সৌদি পুলিশ
জান্নাতুল বাকীতে যেয়ারত করতে আসা নারীদের ওপর হামলা চালিয়েছে সৌদি পুলিশ
মদিনার জান্নাতুল বাকীতে একদল নারী যায়ের যেয়ারত করতে গেলে সৌদি আরবের আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার বিভাগের পুলিশ সদস্যরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য করে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, সৌদি আরবের উক্ত বিভাগের এক পুরুষ পুলিশ সদস্য বাকীতে অবস্থানরত নারীদের মাঝে ত্রাস ও ভীতি সৃষ্টির লক্ষ্যে এবং নারীদের বিচ্ছিন্ন করতে তাদের মাঝে জোরপূর্বক প্রবেশ করে। অথচ সৌদি আরবের আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার বিভাগের পুলিশরা দাবী করে যে, তারা না-মাহরাম নারী-পুরুষের একত্রে অবস্থানের বিরোধিতা ও মোকাবেলা করে!
আগ্রাসী পুলিশরা নারীদের উপর হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে কুফর ও শিরকের অভিযোগ তুলে যেয়ারত পড়তে বাধা দেয়। সৌদি আরবের কাতিফ প্রদেশ হতে নারীদের এ দলটি মদিনায় এসেছে এবং মদিনায় যেয়ারতের পর তার হজ্বব্রত পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা হবে।
উল্লেখ্য, শৃংখলা রক্ষার অজুহাতে সৌদি আরবের আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার বিভাগের পুলিশ সদস্যদের যায়েরদের ওপর হামলার ঘটনা এটা প্রথম নয়। ইতিপূর্বে ২০০৯ সালে সৌদি আরবের আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকার বিভাগের পুলিশ সদস্যরা জান্নাতুল বাকীতে শিয়া নারী যায়েরদের উপর হামলার ঘটনায়, ৪ দিন ব্যাপী এদেশে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী’র হস্তক্ষেপে সহিংসতায় রূপ নেওয়া এ ঘটনায় ৪ জন শিয়া নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছিল। সূত্রঃ ইন্টারনেট
নতুন কমেন্ট যুক্ত করুন