অবমাননাকর ফিল্ম প্রস্তুতকারককে এক বছরের কারাদন্ডের হুকুম জারী করা হয়
অবমাননাকর ফিল্ম প্রস্তুতকারককে এক বছরের কারাদন্ডের হুকুম জারী করা হয়
উক্ত ফিল্ম তৈরীর কারণে বিশ্বের মুসলমানেরা এত ক্ষু্দ্ধ হয়ে উঠে যে কিছু কিছু দেশে আমেরিকার দূতাবাসগুলোতে হামলা করা হয় এবং আগুন জালানো হয় ।
শিয়া অনলাইনের খবর অনুযায়ি আমেরিকার একটি আদালতে ৫৫ বছরের অধিকারী (মারক বাসিলি ইউসুফ) কে রাসুল (সা.) এর অবমাননাকর ফিল্ম তৈরী করার জন্য এক বছরের কারাদন্ডের হুকুম জারী করা হয়।
উক্ত হুকুম জারীর কারণে তাকে আমেরিকার ফেডরাল নামক কারাগারে রাখা হবে। সে আদালতের কাছে তার আরো চারটি অপরাধের কথা স্বীকার করেছে যেমন: অবৈধ পরিচয় কাড, পুলিশ কমকর্তাকে অপমান, ২০১০ সালে আমেরিকার একটি ব্যাংকে লেনদেনের মাধ্যমে ধোকাবাজি করে।
উক্ত ফিল্ম তৈরীর কারণে বিশ্বের মুসলমানেরা এত ক্ষু্দ্ধ হয়ে উঠে যে কিছু কিছু দেশে আমেরিকার দূতাবাসগুলোতে হামলা করা হয় এবং আগুন জালানো হয়। লিবিয়াতে আমেরিকার রাষ্ট্রদূত উক্ত অপ্রীতিকর ঘটনার পরে কিছু অস্ত্রধারী সৈনীকেরা কিছু লোকজনকে হত্যা করে।
একটা লক্ষ্যনীয় বিষয় আর তা হচ্ছে কিছু রক্ষাকর্মীদের দল ‘মাকস বাসিলি ইউসুফ’ এর কৃতকমটিকে একটি বাক স্বাধিনতার পরিকাঠামোর মধ্যে অর্ন্তগত বলে মনে করে এবং উক্ত দোষে তাকে অভিযুক্ত করে এবং গ্রেফতার করে।
নতুন কমেন্ট যুক্ত করুন