আল আযহার ওবামাকে জয়ের অভিনন্দন জানায়

আল আযহার ওবামাকে জয়ের অভিনন্দন জানায়

মিসরের আল আযহার বিশ্ব বিদ্যালয়ের প্রধান,আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার জয়ের অভিনন্দন জানায় এবং প্রস্তাব দেয় যে,সে যেন মিয়ানমারের সাধারণ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার রোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবং বিশ্বের অন্যান্য দেশের

ন্যায় একটি শান্তিপূণ সন্ধি স্থাপন করে।
শিয়া অনলাইন সংস্থার খবর অনুযায়ি মিশরের রাজধানী কায়রো সহ আল আযহার বিশ্ব বিদ্যালয়ের প্রধান তার বাণীতে বারাক ওবামাকে তার জয়ের প্রতি এবং পুণরায় ক্ষমতায় আসীন হওয়া উপলক্ষ্যে অভিনন্দন জানায়।
খবরে বলা হয়েছে যে, আল আযহারের তত্বাবধানে বিভিন্ন বিভাগ ও দফতর সমূহ তার জয়ের প্রতি অভিনন্দন জানায় এবং তার অগ্রগতি ও জয়ের ধারা অব্যাহত থাকার  এবং সার্বিক মঙ্গল কামনা করে।
আল আযহার বিশ্ব বিদ্যালয়ের প্রধান (আহমাদ খতিব)ব্যাক্তিগতভাবে বারাক ওবামাকে অভিনন্দন জানায় এবং আশা পোষণ করে যে, মধ্যপ্রাচ্যর সমস্যাবলি বিশেষত ফিলিস্তিনের সমস্যাবলি যেন ন্যায়পূণভাবে সমাধান হয়, ফিলিস্তিনবাসীদের যেন অধিকার হরণ না হয় এবং ফিলিস্তিনবাসীরা যেন আর অত্যাচারিত না হয়।
আল আযহার বিশ্ববিদ্যালযের প্রধান আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে আরো অনুরোধ জানায় যে,তার মিয়ানমারের যাত্রায় সেখানের সাধারণ মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার রোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এবং বিশ্বের অন্যান্য দেশের ন্যায় একটি শান্তিপূণ সন্ধি স্থাপন করে।
তিনি বারাক ওবামার কাছে কায়রো ও ওয়াসিংটনের মাঝে সুম্পর্কের আহবান জানায় যেন তা দু্টি দেশের মাঝে সুসম্পক্ গড়ে ওঠে।  সূত্রঃ ইন্টারনেট
 

নতুন কমেন্ট যুক্ত করুন