রোজার আদব কায়দা

রোজার আদব কায়দা

মোহাম্মদ বিন মুসলিম হতে বর্ণিত: ইমাম সাদেক (আ.) বলেছেন: যখনই তোমরা রোজা রাখবে তোমাদের কান, চোখ, চুল ও গায়ের চামড়াকেও অবশ্যই রোজা রাখতে হবে। তিনি শরীরের অন্যান্য অংশকে গণনা করেন এবং বলেন: যে দিন তুমি রোজা রাখবে এবং যে দিন তুমি রোজা রাখবে না দু'দিনের অবস্থা যেন একই রকম যাতে না হয়।
ইমাম সাজ্জাদ (আ.) রমজান সম্বন্ধে নিজের দোয়াতে উল্লেখ করতেন: (হে আল্লাহ রাব্বুল আলামিন !) রোজার মাধ্যমে আমাদেরকে এ মাসে সাহায্য কর, যাতে আমাদের শরীরকে তোমার পথে পাপ কাজ করা থেকে বিরত রাখতে পারি এবং শরীরকে এমন সব কাজে ব্যবহার করি যাতে তোমার নৈকট্য হাসিল হয়। যাতে আমাদের কান দিয়ে কোন রকম অনর্থক কথা কর্ণগোচর না করি এবং আমাদের চোখের মাধ্যমে কোন রকম অহেতুক জিনিষের প্রতি দেখার জন্য অগ্রসর না হই এবং আমাদের হাত যেন কোন হারাম পথে এগিয়ে না যায় আর আমাদের দু পা দ্বারা যে পথে তুমি যেতে বারণ করেছ পথ চালিত না হই এবং তোমার হালাল কৃত খাদ্য ছাড়া আমাদের পেটে যেন অন্য কিছুর যায়গা না হয় এবং আমাদের জিহবা দিয়ে তোমার বর্ণনা কৃত কথা ছাড়া অন্য কিছু না বলি। যে কষ্টতে তোমার নৈকট্য হাসিল হয় তাছাড়া অন্য কোন কষ্ট যেন ভোগ না করি এবং যা তোমার আযাব থেকে দূরে রাখে তা ছাড়া এমন কোন কিছু যেন মনে না করি।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন