অবমাননাকর কার্টুন প্রকাশের নিন্দা জানিয়েছে আল-আযহার

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘আহমাদ তাইয়্যেব’, ফরাসী এক পত্রিকায় মহানবী (স.) এর প্রতি অবমাননাকর কার্টুন ছাপানো’র নিন্দা জানিয়েছেন। কয়েকদিন পূর্বে যুক্তরাষ্ট্রে হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্র প্রকাশের প্রতিবাদে বিশ্বের মুসলমানরা ব্যাপ

অবমাননাকর কার্টুন প্রকাশের নিন্দা জানিয়েছে আল-আযহার

 আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান, ফ্রান্সের একটি পত্রিকায় হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় কার্টুন প্রকাশের নিন্দা জানিয়েছেন

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘আহমাদ তাইয়্যেব’, ফরাসী এক পত্রিকায় মহানবী (স.) এর প্রতি অবমাননাকর কার্টুন ছাপানো’র নিন্দা জানিয়েছেন। কয়েকদিন পূর্বে যুক্তরাষ্ট্রে হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্র প্রকাশের প্রতিবাদে বিশ্বের মুসলমানরা ব্যাপক বিক্ষোভ শুরু করে এবং এ বিক্ষোভের আক্রোশের শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস।
তিনি তার বিবৃতিতে বলেন : আল-আযহার ও বিশ্বের সকল মুসলমানরা একবাক্যে, হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় ফরাসী পত্রিকায় প্রকাশিত কার্টুনসমূহের নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্রে হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় নির্মিত চলচ্চিত্র প্রকাশের পর বিশ্বের মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়া সত্ত্বেও পূনরায় পশ্চিমারা হযরত মুহাম্মাদ (স.) ও পবিত্র ধর্ম ইসলামের অবমাননা করার ধৃষ্টতা দেখিয়েছে। এবার ফরাসী পত্রিকা ‘শারলী হেবডু’ হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় কয়েকটি ব্যাঙ্গ চিত্র প্রকাশ করেছে। এ পত্রিকার প্রধান সম্পাদক ইতিপূর্বে ফরাসী কর্মকর্তাদের পক্ষ হতে এ পদক্ষেপের ভয়ংকর পরিণতির বিষয়ে সতর্কবার্তা পেলেও তিনি দাবী করেছিলেন যে, এ ছবি প্রকাশ ‘বাকস্বাধীনতা’কে প্রমাণ করে।
উল্লেখ্য, পত্রিকাটি গত বছরও অবমাননাকর কিছু ছবি প্রকাশ করেছিল, যা ফ্রান্স ও ইউরোপের মুসলমানদের ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের মুখোমুখি হয়।

www.abna.com
 

নতুন কমেন্ট যুক্ত করুন