যুক্তরাষ্ট্রে মহানবী (স.) এর অবমাননায় চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত

যুক্তরাষ্ট্রে মহানবী (স.) এর অবমাননায় চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত

bangladis

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মহানবী (সাঃ) এবং মুসলিম জাতিকে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে গতকাল শনিবার খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে নগরীর পিকচার প্যালেস মোড়ে ইসলামী শিক্ষা কেন্দ্র ও আঞ্জুমানে পাঞ্জাতানী এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতার ফাঁসির দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এ্যাড. আব্দুর রাজ্জাক, এ্যাড. সরদার মোকাম আলী, এ্যাড. মোঃ জাকির হোসেন, মঞ্জুর আহম্মেদ, সৈয়দ মঈনুল ইসলাম কিসলু, আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সেক্রেটারী মোঃ ইকবাল, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ এবং শিয়া মসজিদের ইমামে জুমা ও জামাত হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী প্রমুখ।
বক্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রটি একটি সংঘবদ্ধ দলের সুপরিকল্পিত প্রয়াস উল্লেখ করে বলেন, আজ পশ্চিমা বিশ্ব মুসলমান ও ইসলাম ধর্মকে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে উল্লেখ করে সারাবিশ্বে প্রচারকার্য্য চালিয়ে যাচ্ছে। বক্তারা বিশ্বের মুসলমানদেরকে এই অপপ্রচার থেকে সতর্ক থাকার আহবান জানান। স্যাটানিক ভার্সেস লিখে সালমান রুশদির যে পরিণতি হয়েছে, সম্প্রতি নির্মিত অবমাননাকর চলচ্চিত্রের নির্মাতারও একই ভাগ্যবরণ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।
ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন :  ইসলাম শান্তির ধর্ম এবং মহানবী (স.) বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। আর যারা মহানবী (স.) কে অবমাননা করে তারা কোন ধর্ম বা মাযহাবের অনুসারী হতে পারেনা। বরং তারা শয়তানের অনুসারী।
তিনি আরও বলেন, বিশ্বের মুসলমানদের এখন আর বসে থাকার সময় নেই। তিনি রাজনৈতিক, ভৌগলিক ও মাজাহবগত মতপার্থক্য ভুলে গিয়ে অবমাননাকর এ চলচ্চিত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
www.abna.ir

নতুন কমেন্ট যুক্ত করুন