ব্রিটিশ এয়ারওয়েজ ইরানে ফ্লাইট চালু করতে উদগ্রীব
ব্রিটিশ এয়ারওয়েজ ইরানে ফ্লাইট চালু করতে উদগ্রীব
চার বছরের বিরতির পর ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটেনের বিমান পরিবহন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলি ওয়েলশ বলেছেন, “আমরা তেহরানে ফ্লাইট চালু করতে ভীষণভাবে আগ্রহী এবং আশা করছি অদূর ভবিষ্যতে তেহরানকে ব্রিটিশ এয়ারওয়েজের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবো।”
ওয়েলশ আরো বলেন, “তেহরানকে একটি গন্তব্য করার বিষয়টিকে আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি।”
ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, তাদের এয়ারলাইনটি নিয়মিত নিজের রুটগুলো মূল্যায়ন করে থাকে। কোনো রুটে যাত্রীর চাপ কমে গেলে সেটি বাতিল করে দেয়া হয়।
২০১২ সালে ইরানের সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার জের ধরে তেহরান-হিথ্রো রুটে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছিল। সম্প্রতি তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে ইউরোপীয় পর্যটকরা কয়েক হাজার বছরের সভ্যতার দেশ ইরান সফরের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ব্রিটেনের ট্রাভেল কোম্পানিগুলো বলছে, ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে দেশটির পর্যটকদের মধ্যে ইরান সফরে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যায়। চলতি ২০১৬ সালে এদের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে বলে তারা আশা করছে।
নতুন কমেন্ট যুক্ত করুন