তেহরান ’ইরান-আমেরিকা সরাসরি ফ্লাইটের চিন্তা করছে

তেহরান ’ইরান-আমেরিকা সরাসরি ফ্লাইটের চিন্তা করছে

তেহরান, ইরান, আমেরিকা, ইরানের পরিবহনমন্ত্রী,

ইরানের পরিবহনমন্ত্রী আব্বাস আখুন্দির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি বিমানের ফ্লাইট চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে। আমরিকায় সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে ইরানের বেসামরিক বিমান পরিবহন সংস্থা বা সিএও’র প্রয়োজনীয় অনুমোদন লাগবে। 

২০১৩ সালে তেহরান ও ছয় জাতিগোষ্ঠী যখন পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করে তখন ইরান ও আমেরিকার মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়ে কথা ওঠে।

এ প্রসঙ্গে ইরানের অন্যতম পরিবহন উপমন্ত্রী আলী মোহাম্মাদ নূরিয়ান বলেছেন, “ইরান-আমেরিকা সরাসরি বিমান চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে এবং যদি ইতিবাচকভাবে আলোচনা এগিয়ে যায় তাহলে আগামী দুই মাসের মধ্যে বিমানের ফ্লাইট চালু করা সম্ভব।”

 

নতুন কমেন্ট যুক্ত করুন