৩ রা জুন: সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
৩ রা জুন: সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। এ কথা জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম। সংসদের বিশেষ অধিবেশনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন।
সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ চলার মধ্যেই এ নির্বাচন হতে যাচ্ছে। বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ চাইলেও দেশটির বেশিরভাগ জনগণ এখনো আসাদের পক্ষে অবস্থান অটুট রেখেছে। সে ক্ষেত্রে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বাশার আল-আসাদের জন্য আবারো দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়া কঠিন কোনো বিষয় হবে না। তবে তিনি নির্বাচন করবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। সংসদ স্পিকার জানিয়েছেন, আগামী ৩ জুন সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
সিরিয়ায় গত তিন বছরের সহিংসতায় প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। এ অবস্থায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিশ্ববাসীর বিশেষ দৃষ্টি থাকবে সিরিয়ার দিকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন