‘ডলার থেকে সরে পড়ায় চীনের ওপর ক্ষুব্ধ আমেরিকা’

‘ডলার থেকে সরে পড়ায় চীনের ওপর ক্ষুব্ধ আমেরিকা’


মার্কিন ডলার থেকে বের হয়ে যাওয়ায় চীনের ওপর ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তারা আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে মার্কিন ডলার রাখবে না।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলেছেন মার্কিন বিশ্লেষক ফিনিয়ান কানিংহাম।

পূর্ব চীন সাগরের বিশাল আকাশসীমায় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল বা এডিআইজেড প্রতিষ্ঠার ঘোষণা দেয়ার পর চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে রোববার এক কলামে কানিংহাম এসব কথা বলেন।

তিনি বলেন, বাহ্যত পূর্ব চীন সাগরের আকাশসীমায় এডিআইজেড প্রতিষ্ঠার ঘোষণায় দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কিন্তু আসল ঘটনা হচ্ছে- চীন সম্প্রতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ডলারের ব্যবহার কমিয়ে আনার যে পরিকল্পনা নিয়েছে তাতে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা।

কানিংহাম জানান, চীন তার ৩.৫ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভেঙে ফেলার চিন্তা করছে যা আমেরিকাকে মহা দুঃশ্চিন্তায় ফেলেছে। এতে পুরো মার্কিন পেট্রোডলার ও আমেরিকার অর্থনীতি জীবন-মরণ ঝুঁকির মুখে পড়েছে।

চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন