আল-কায়েদা বিরোধী নেতার দাফন অনুষ্ঠানে হামলায় নিহত ১২, আহত ২৫
আল-কায়েদা বিরোধী নেতার দাফন অনুষ্ঠানে হামলায় নিহত ১২, আহত ২৫
ইরাকের বাকুবায় আল-কায়েদা বিরোধী এক নেতার দাফন অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় আজ (রোববার) অন্তত ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। ‘মুধের আল শালাল আল আরাকি’ নামের ওই উপজাতীয় নেতা গতকাল তার বাড়ির কাছে পেতে রাখা এক বোমার আঘাতে প্রাণ হারান।
সুন্নি সম্প্রদায়ের সদস্য হওয়ার পরও তার বাবা আল-কায়েদার সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ‘সাহওয়া’ নামের সন্ত্রাস বিরোধী একটি সংগঠন গড়ে তুলেছিলেন। তারই প্রতিশোধ নিতে ছেলেকে হত্যার পাশাপাশি তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইছে আল-কায়েদা। আজকের হামলার ফলেও তাদের পরিবারের কয়েক জন প্রাণ হারিয়েছে।
ইরাকে সন্ত্রাসী হামলায় হতাহতের পরিমাণ বেড়ে গেছে। গত মাসে সহিংসতায় ৯৫০ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে ৮৫২ বেসামরিক ব্যক্তি, ৫৩ পুলিশ ও ৪৩ সেনা রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন