‘ইরানের পরমাণু চুক্তির পর এবার সিরিয়ার বিজয়’
‘ইরানের পরমাণু চুক্তির পর এবার সিরিয়ার বিজয়’
সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি
সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালকি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক পরমাণু ইস্যুতে চুক্তির পর এবার সিরিয়ার বিজয় আসবে।
ইরান সফরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হালকি এ আস্থার কথা জানান। তিনি বলেন, পরমাণু ইস্যুতে ইরান বিজয় পেয়েছে; একইপথে এবার সিরিয়াও বিজয় পাবে এবং দেশটির চলমান সহিংসতা বন্ধ হবে।
সিরিয়ার প্রধানমন্ত্রী জানান, পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান সফল কূটনীতির মাধ্যমে যে বিজয় অর্জন করেছে তার জন্য নিতান্তই তেহরানকে অভিনন্দন জানাতে তার এ সফর।
এ সময় তার দেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং ইরানি জনগণের প্রতি সিরিয়ার প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সিরিয়ার জনগণও বিদিশ মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে খুব শিগগিরি রাজধানী দামেস্কে বিজয় উদযাপন করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন