সৌদি আরব মদপানে শীর্ষে

সৌদি আরব মদপানে শীর্ষে

সৌদি আরব, মদপান, ধূমপান, কাফা, তামাক,

সৌদি আরবের তামাকবিরোধী সংগঠন টোবাকো অ্যান্ড নারকোটিকস কমব্যাট সোসাইটির প্রধান শেখ আবদুল্লাহ আল-ওথাইম জানান যে, সৌদি আরবে ধূমপানের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রতিদিন ধূমপান বাবদ খরচ হয় পাঁচ কোটি রিয়াল বা ১০৫ কোটি টাকা। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী ভাষণে আল-ওথাইম বলেন, ‘ধূমপানের কারণে ২০১৫ সালে সৌদি আরবে ২৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর নেশার কারণে বছরের পর বছর পরিবার ও রাষ্ট্রের বোঝা বাড়ছে।’

কাফার প্রধান জানান, নেশাগ্রস্তদের পুনর্বাসনে সম্প্রতি কাফা একটি বিশেষায়িত কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সেবা দেবে। মক্কা এলাকায় কাফার এ ধরনের ছয়টি কেন্দ্র খোলা হয়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্যের ভিত্তিতে ব্রিটিশ সাময়িকী ল্যানসেট জানিয়েছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মদপান করে সৌদি নাগরিকরা। দেশটির মদ্যপায়ীদের প্রতিবছর গড়ে ৩৩ দশমিক ৯ লিটার মদ প্রয়োজন হয়।

ল্যানসেটের গবেষণা বলছে, বাংলাদেশের মদ্যপায়ীরা প্রতিবছর গড়ে ৯ লিটার মদপান করে। সেদেশের মদ্যপায়ীরা প্রতিদিন গড়ে ১৭ দশমিক ৬ গ্রাম অ্যালকোহল পান করে। গবেষণায় আরো বলা হয়, বাংলাদেশে মদপান নিয়ে জাতীয় পর্যায়ে তেমন কোনো নজরদারি নেই।

  

 

নতুন কমেন্ট যুক্ত করুন