সৌদি আরবের হাজি হত্যার নিল নকশা!

সৌদি আরবের হাজি হত্যার নিল নকশা!

সৌদি আরব, হাজি, হাজি হত্যা, সৌদি যুবরাজ, সালমান, বাদশা,

গত শুক্রবার মিনায় প্রচণ্ড ভিড়ের চাপে অন্তত ২,০০০ হাজি নিহত হয়েছেন। জানা গেছে, সৌদি রাজার ছেলে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আস-সৌদ ওই সময় গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন। তার গাড়িবহরের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লাখ লাখ হাজির সামনে এগুনোর পথ বন্ধ করে দেয়া হয়। এ সময় তীব্র চাপ সৃষ্টি হয় এবং ভিড়ের চাপে এসব মানুষ মারা যান।

সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকি পাথর মারার সময় নিহত ইরানি হাজিদের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এ ঘটনায় ১০২ জন আহত এবং ৩৪৪ জন নিখোঁজ হয়েছেন। ইরানের সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি জানান, বন্দরনগরী জেদ্দা ও তায়েফের হাসপাতালে আহত ইরানি হাজিদের সংখ্যা নির্ধারণ করার জন্য ১০টি টিম নিয়োগ করা হয়েছে। তবে সৌদি আরবের কড়া নিরাপত্তার কারণে আহত হাজিদের চিহ্নিত করার কাজ কঠিন হচ্ছে।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন