সুইস এমপি: ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভুল নীতি

সুইস এমপি: ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ভুল নীতি

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে একটি ভুল নীতি। ইরান সফরে এসে সুইজারল্যান্ডের সংসদ সদস্য লুজি স্ট্যাম এ কথা বলেছেন। তেহরান সফরে তিনি ছয় সদস্যদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

লুজি স্ট্যাম বলেন, ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপের নীতি নেয়া হয়েছে তা সুইজারল্যোন্ডের পররাষ্ট্রনীতির পরিপন্থী। ‌ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজেরদির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন।

বৈঠকে লুজি স্ট্যাম বলেন, তেহরান সফরে আসার পর তার নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধদলটি ইরানের সমাজ সম্পর্কে বাস্তবতা বুঝতে পেরেছে এবং ইরান-বিরোধী প্রচারণা যে পক্ষপাতমূলক তাও পরিষ্কার হয়েছে।

তেহরান ও বার্নের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে সুইজারল্যান্ডের এ সংসদ সদস্য গুরুত্বারোপ করে বলেন, দু’দেশের সংসদীয় সম্পর্ক উন্নত করা হবে।

বৈঠকে বোরুজেরদি ইরান ও সুইজারল্যান্ডের মধ্যকার সুসম্পর্কের কথা তুলে ধরে সব ক্ষেত্রে বিশেষ করে সংসদীয় ক্ষেত্রে তা আরো বাড়ানোর কথা বলেন। এসময় তিনি বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইরানের মানবাধিকার সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন